দেশজুড়ে

নাটোর চিনিকলের চলতি আখ মাড়াই বন্ধ

আখ সংকটের কারণে নাটোর চিনি কলের আখ মাড়াই বন্ধ হয়ে গেছে। আখ সরবরাহ না থাকায় সোমবার ভোর থেকে আখ মাড়াই বন্ধ ঘোষণা করে চিনিকল কর্তৃপক্ষ। চলতি আখ মাড়াই মৌসুম শুরুর আগেই আখ সংকটের আশঙ্কা করেছিল মিল কর্তৃপক্ষ।নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মাদ আলী জানান, ২০১৪-১৫ মৌসুমে নাটোর চিনিকলে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭৮০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছরের ২৮ নভেম্বর চিনি উৎপাদন শুরু করে। কিন্তু, মিলটি মাত্র ৬৬ দিনে ৯৫ হাজার ৪৬০ মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৮৪৫ মেট্রিক টন চিনি উৎপাদন করে।এদিকে মিল জোন এলাকায় প্রচুর আখ থাকলেও কৃষকরা সরবরাহ না করায় মিল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।এমএএস/পিআর

Advertisement