জাপানের সামুরাই যোদ্ধারা দুনিয়াজুড়ে যতটা না জনপ্রিয়, তার চেয়ে বেশি জনপ্রিয় তাদের তলোয়ার। এমনকি এ তলোয়ার নিয়ে হলিউড হার্টথ্রব টম ক্রুজ অভিনীত `দ্য লাস্ট সামুরাই` নামে একটি ছবিও রয়েছে।তবে নগুয়েন হোয়ান হাং নামে এক ভিয়েতনামি নরসুন্দর সামুরাই তলোয়ারকে যে কাজে ব্যবহার করেন তা শুনলে জাপানিদের অভিব্যক্তি কী হবে সেটা এক ধরনের চিন্তার বিষয়।এ নরসুন্দরের তলোয়ারপ্রীতি এতটাই বেশি যে তিনি তার খদ্দেরদের চুল ছেঁটে দিতে কাঁচির বদল সামুরাই তলোয়ার ব্যবহার করেন। হাং এ কাজে এতটাই দক্ষ যে, অনায়াসে মুহূর্তের মধ্যে কাঙ্ক্ষিত লুক আনতে পারেন।কিম্ভূত এ হাতিয়ার চুল কাটানোতে ব্যবহার করলেও সেটা তার কাজের গতি বা গুণগত মান কোনোটাই কমায় না। বরং খদ্দেরকে নতুন ধরনের অভিজ্ঞতা দেয়।ওয়াকিজাশি নামে তীক্ষ্ণ এক ধরনের তলোয়ার দিয়ে চুল কাটেন। ধারালো এসব তলোয়ার ব্যবহারে দুর্ঘটনার ঝুঁকি থাকে বলে হাং প্রথমে পরচুলার ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে হাত মকশো করেন।তারপর নারীদের দীর্ঘ চুল কাটেন। নিজের দক্ষতা সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাস এলেই কেবল তিনি ছোট চুলে হাত দেন।বিএ/আরআইপি
Advertisement