আন্তর্জাতিক

দুই দিনের সফরে নেপালে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে রোববার নেপাল পৌঁছেছেন। ১৭ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নেপাল সফর এটি।মোদির নেপাল সফরের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেপালের সঙ্গে নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে মোদি দ্বিপাক্ষিক সম্পর্কের এমন একটি ধারা তৈরির চেষ্টা করছেন, যেটি আঞ্চলিক অংশীদারিত্বের মডেল হিসেবে উপস্থাপিত হবে।দুই দিনের সফরে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা ও অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন মোদি। নেপালের গণপরিষদে বক্তৃতা দেওয়ার মতো বিরল সম্মানও পাচ্ছেন মোদি।নেপাল সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে নেপাল-ভারত সম্পর্ক একটি নতুন মাত্রায় পৌঁছবে উল্লেখ করে বাণিজ্য, বিনিয়োগ, জলবিদ্যুৎ, কৃষি, পরিবেশ, পর্যটন, শিক্ষা-সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ে সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা হবে বলে জানান মোদি।মোদির নেপাল সফরে ভারত ও নেপালের মধ্যে বিদ্যুৎসহ বিভিন্ন খাতে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া নেপালকে ভারতের অর্থনৈতিক সহায়তার ঘোষণাও আসতে পারে এই সফরে। সূত্র : এনডিটিভি

Advertisement