বিনোদন

দুই মাস ধরে নাচ ও মারপিট শিখেছেন সজল

‘হারজিৎ’ ছবিতে নিজের চরিত্রকে সঠিকভাবে উপস্থাপন করতে বাড়তি প্রস্তুতি নিতে হয়েছে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলকে। তিনি জানান, ‘দীর্ঘ দুই মাস ধরে নাচ ও ফাইট শিখেছি। সকাল-বিকেল রুটিন করে ট্রেনিং নিয়েছি। ঠিক সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ফাইট প্রাকটিস করতাম, এরপর আবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নাচ শিখতাম নৃত্য পরিচালক মাসুম ভাইয়ের তত্ত্বাবধানে।’রসিকতার সুরে সজল আরো বলেন, ‘সকাল ৮টায় ঘুম থেকে উঠতে কিছুটা অসুবিধা হতো তারপরও কাজের প্রতি ডেডিকেশন সবসময় ছিল এবং এখনো আছে বলে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি।’গেল বছর অক্টোবরে ছোটপর্দার দারুণ জনপ্রিয় অভিনেতা সজলের চলচ্চিত্রে অভিষেক হয় ‘রান আউট’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। সে কারণে সজলের চিন্তার বাঁকবদল ঘটে। নাটকের সংখ্যা কমিয়ে চলচ্চিত্রে মনোনিবেশ করেন তিনি। যার কারণে গেল ঈদে তার অভিনীত নতুন কোনো নাটক প্রচার হয়নি। যেগুলো প্রচার হয়েছে সব আগেই কাজ করে রেখেছিলেন।সজল বলেন, ‘এবারের ঈদে ৩টি ছবি মুক্তি পেয়েছে। তারমধ্যে ‘বসগিরি’ এবং ‘রক্ত’ দু’টি ছবি আমি দেখেছি। ভালোই লেগেছে। চলচ্চিত্রে পরিবর্তন এসেছে। আর এ জায়গাটি অনেক বড় একটি মাধ্যম। এখানে নিয়মিত হওয়ার ইচ্ছে আমার আছে। যদিও আমি আগামীতে কী করবো সেটি কোনো সময় পরিকল্পনা করে করি না। সবসময় বর্তমান নিয়ে ভাবি।’তিনি আরো বলেন, ‘টানা একমাস ‘হারজিৎ’ নিয়ে ব্যস্ত থাকবো। আপাতত এটা ছাড়া আর কিছু মাথার মধ্যে নেই।’উল্লেখ্য, ‘হারজিৎ’ ছবিতে সজলের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিটির শুটিং হয়েছে বুধবার (২১ সেপ্টেম্বর) থেকে রাজধানীর উত্তরায়। প্রথমদিনের শুটিংয়ে অংশ নেন সজল, মাহি, ওমর সানি, মৌসুমী, আফজাল শরীফ ও খালেদা আক্তার কল্পনা।এনই/এলএ/বিএ

Advertisement