রাজনীতি

নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : মতিয়া চৌধুরী

আইনের বিধানের মধ্যেই নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদী কায়দায় মানুষ হত্যা করছে। এটা কোন গণতান্ত্রিক আন্দোলনের ভাষা নয়।মতিয়া চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ থেকে তাকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার কোন রাস্তা রাখেননি। তিনি ঈদে মিলাদুন্নবী (সা.) এর সময় অবরোধ দিয়েছেন। ইজতেমা থেকে ফেরার পথে একজন মুসল­ীকে পুড়িয়ে মেরেছেন। এটা কোনভাবেই কাম্য নয়।তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছেন। তার এ স্বপ্ন কোনদিনই বাস্তবায়ন হবে না। কারণ বাংলাদেশের কাছে মুচলেকা দিয়ে পাকিস্তান আত্মসমর্পণ করেছে। তাদের পরাজয় হয়েছে।মতিয়া চৌধুরী বেগম খালেদা জিয়াকে জামায়াতের পুতুল হয়ে না নাচার আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের মতো জঙ্গি দল সারা বিশ্বে মার খেয়েছে, বাংলাদেশেও মার খাবে।পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে আরো বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সরকারি দলের সদস্য আবদুল মতিন খসরু, ড. হাছান মাহমুদ, আবদুল মান্নান, খালেদ মাহমুদ চৌধুরী, শামীম ওসমান, তারানা হালিম, নুরজাহান বেগম, নুরুল ইসলাম সুজন, জাসদের মইনউদ্দিনখান বাদল ও জাতীয় পার্টির পীর ফজলুর রহমান।আরএস/আরআই

Advertisement