সাহিত্য

তোমার জন্য ও আকাশ কন্যা

(১) তুমি মানেই দীপ্ত কণ্ঠে আবেগী উচ্চারণ তুমি মানেইশান্ত বুকেহঠ্যাৎ বিস্ফোরণ। (২) তোমার জন্যই দুঃখ আমার তোমার জন্যই শোক তোমার জন্যই এই বসন্তে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া বেদনা-বিধূর অশোক।(৩) তোমার জন্যই প্রতীক্ষা এই সকাল থেকে দুপুর,তোমার জন্যই নীল শাড়ি আলতা পায়ে নূপুর তোমার  জন্যই এই প্রতীক্ষা প্রতিটি ক্ষণ উন্মুখ, তোমার জন্যই রক্ত গোলাপ রাঙা অধর, অধীর চিবুক। আকাশ কন্যা সপ্তর্ষি, আকাশের ঐ প্রেমিক বুকে নীল ফতুয়ার আচ্ছাদনে পাঁজর ছুঁয়ে সারাটা দিন ঘাপটি মেরে লূকিয়ে ছিলে, ভালোই ছিলে- রাত গভীরে আঁধার চিরে মেঘের আঁচল সরিয়ে কেন হীরক দ্যুতি বুক দেখালে? আমি এখন সকল ভুলে সারাটা দিন ভবঘুরে, ছন্নছাড়া এক বাউন্ডুলে! (২)সপ্তর্ষি, ওভাবে যেয়ো না চলে। এখনও ওষ্ঠের গোপন চিহ্ন কিছু আকাঁ- তোমার পরিত্যক্ত আঁচলে।এখনও আকাশে কুড়ালে পাবে, টুকটাক্ কিছু রাতের অভিসার- এখনও চাঁদ, জ্যোৎস্না, জোনাকী সাক্ষী আছে তার। সপ্তর্ষি, ওভাবে যেয়ো না চলে। এই কবির ভিখিরী হৃদয়- কেন তুমি নীলামে উঠালে? এইচআর/এমএস

Advertisement