চলমান রাজনৈতিক সংকটের সমাধান চেয়ে পতাকা আর জাতীয় সংগীত গেয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া রাস্তার পাশে দাঁড়াবেন ব্যবসায়িরা। রোববার এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের এক জরুরি বৈঠকের পর সংগঠনের সভাপতি কাজী আকরামউদ্দীন আহমদ এ কর্মসূচির কথা জানান। তিনি জানান, রোববার বিকেলে সংগঠনের সাবেক সভাপতিদের নিয়ে আরেকটি বৈঠকে প্রতিবাদ কর্মসূচির তারিখ চূড়ান্ত করা হবে। মতিঝিলে ফেডারেশন ভবনে এই বৈঠকের পর কাজী আকরাম বলেন, “বর্তমানে যে ধংসাত্মক কর্মসূচি চলছে, আমরা তা চাই না। আমরা দেশের তিন কোটি ব্যবসায়িকে নিয়ে রাজনৈতিক অস্থিরতা বন্ধের দাবিতে দাঁড়াব।” এ কর্মসূচির পর তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সংহিংস পরিস্থিতি থেকে দেশ এবং অর্থনীতিকে বাঁচানোর অনুরোধ করবেন বলেও জানান এফবিসিসিআই সভাপতি। তিনি আরো বলেন, যদি তারা আমাদের দেখা না দেন, তাহলে বর্তমান কর্মসূচি বন্ধে বাধ্য করতে প্রয়োজনীয় সবকিছুই আমরা করব। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্পের তিন সংগঠন বিজেএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতারা রাজনৈতিক সংঘাতে অর্থনীতির সঙ্কটের কথা তুলে ধরে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মারকলিপিও দিয়েছেন। সম্প্রতি কাজী আকরাম এক অনুষ্ঠানে কর্মসূচি ঘোষণার আভাসও দিয়েছিলেন। এর আগে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগেও ব্যবসায়িরা রাস্তায় নেমে সাদা পতাকা নিয়ে প্রতিবাদ জানায়। এসএ/বিএ/আরএস
Advertisement