লাইফস্টাইল

সৌন্দর্য কি আত্মবিশ্বাস বাড়ায়?

মানুষের জীবনে আর কিছুর দরকার পড়ুক বা না পড়ুক আত্মবিশ্বাসের প্রয়োজন অনেক। আত্মবিশ্বাস আপনাকে জীবনের শেষ প্রান্ত থেকেও ফিরিয়ে আনতে পারে। নিজের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে মানুষের মাঝে কিছু ভ্রান্ত ধারণা কাজ করে। হয়তো সে আমার থেকে বেশি সুন্দরী বা সুন্দর তাই হয়তো এই কাজটি সে খুব সহজেই করে ফেলবে- এমন মনোভাব আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। আপনার যোগ্যতা থাকলেই আপনি  যেকোনো পরিস্থিতিতে যেকোনো কাজ করতে পারবেন। তাই নিজের ওপর সব সময় বিশ্বাস রাখুন।প্রকৃত আত্মবিশ্বাস চেহারা থেকে আসে না অনেক মানুষই আছে যারা চোখ বন্ধ করে এটা বিশ্বাস করেন যে সুন্দর চেহারার মানুষেরা বেশি আত্মবিশ্বাসী হয়। কারণ সমাজের বা যেকোনো কাজে এদের বেশি প্রাধান্য দেওয়া হয়। আসলে এই ব্যপারটা খুব অস্পষ্ট। এক মিনিটের জন্য চিন্তা করুন, আপনাকে যদি মন থেকে জিজ্ঞেস করা হয় প্রকৃত আত্মবিশ্বাসী কে? আপনি কী বলবেন ? আত্মবিশ্বাস কখনো কারো সুন্দর চেহারা থেকে আসেনা। তা আসে আপনার করা কাজ থেকে। আপনি যখন কোনো কাজ আপনার ভেতর থেকে আসা শক্তি দিয়ে করতে পারবেন তখনই আপনি নিজেকে আত্মবিশ্বাসী বলতে পারবেন।সৌন্দর্য্য আত্মবিশ্বাস নয় মানুষ ভাবে অনেক নামী অভিনেতা বা অভিনেত্রী কেবল সফল হয়েছেন তাদের সৌন্দর্য্য দিয়ে। কিন্তু তাদের এই বিখ্যাত হবার পেছনে যে কঠিন পরিশ্রম লুকিয়ে আছে তা নিয়ে খুব কম মানুষ চিন্তা করে। আসলে যারা আত্মবিশ্বাসী হয় তারা তাদের কাজে সফল হতে হতে এক সময় নিজের প্রতি বিশ্বাসী হয়ে উঠে। যেকেউ আপনার সৌন্দর্য্য দেখে বিমহিত হতে পারে। আপনার প্রশংসা করতে পারে কিন্তু আত্মবিশ্বাসী বলবে না। তাই যদি আপনি ভেবে থাকেন যে আপনি অসুন্দর আপনাকে দিয়ে কিছুই হবেনা তবে এই কথাগুলো এখুনি মাথা থেকে ঝেড়ে ফেলুন।চ্যালেঞ্জ এবং প্যাশনআপনি যখন বার বার কোনো কিছুতে ব্যর্থ হবেন তখন আপনার মাঝে একপ্রকার রাগ কাজ করবে। আর এই রাগই আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি বারবার চেষ্টা করবেন, হোঁচট খাবেন আবার উঠে দাঁড়াবেন। জীবন আপনার প্রতি নিজে থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দেবে। আপনি যখন সফলতার জন্য ছুটতে থাকবেন, দেখবেন আপনি এক সময় সফল। আর এই সফলতাই হবে আপনার আত্মবিশ্বাস। কোনো কিছু করার প্রবল ইচ্ছাশক্তিই পারে আপনাকে দিয়ে সেই কাজ করাতে। আপনি যখন সেই আশায় ভরসা করে সফল হবেন, হয়ে উঠবেন আত্মবিশ্বাসী একজন মানুষ।এইচএন/পিআর

Advertisement