বিনোদন

বাংলাদেশ মাতাতে আসছেন শাকিরা ও স্করপিয়ন্স

গানে গানে বাংলাদেশ মাতাতে আসছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। কয়েক বছর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূত হিসেবে সিডর দুর্গতদের পরিদর্শন করতে বাংলাদেশে এসেছিলেন তিনি। এছাড়া শাকিরা আসার আগেই ঢাকায় আসবে বিখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স।শাকিরা ও স্করপিয়ন্সকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করেছে অন্তর শোবিজ লিমিটেড। তারা এর আগে শাহরুখ খানকে ঢাকায় এনে আলোচিত হয়েছে।প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী জানিয়েছেন, জার্মানির বিখ্যাত রকব্যান্ড স্করপিয়ন্স সংগীত পরিবেশন করতে নভেম্বরে আসবে। এর প্রক্রিয়া অনেকদূর এগিয়ে নিয়েছি। আর কিছুদিনের মধ্যে আমরা সব চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।২০১০ বিশ্বকাপ ফুটবলে `ওয়াকা ওয়াকা` আর এ বছর ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সমাপনীতে `লা লা লা` গানটি গেয়ে গোটা দুনিয়া আলোড়ন তুলেছেন শাকিরা। ৩৭ বছর বয়সী এই সংগীতশিল্পী গান গাইতে ঢাকায় এলে তা হবে স্মরণীয় ঘটনা।অন্যদিকে গোটা দুনিয়ার মতো সর্বকালের সেরা ব্যান্ডের মধ্যে অন্যতম স্করপিয়ন্সের ভক্ত আছে বাংলাদেশেও। ষাটের দশকের এই রক ব্যান্ডের `রক ইউ লাইক অ্যা হারিকেন`, `নো ওয়ান লাইক ইউ`, `সেন্ড মি অ্যান অ্যাঞ্জেল`, `স্টিল লাভিং ইউ`, `উইন্ড অব চেঞ্জ` গানগুলো সারা দুনিয়ায় সমাদৃত।

Advertisement