বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ক্রিকেটের এই মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বিশ্বকাপে অংশ নেয়া ১৪টি দল। আগামী ৮ থেকে ১৩ ফেব্রয়ারি প্রস্তুতি ম্যাচগুলো খেলবে বিশ্বকাপের দলগুলো। দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে এই ১৪টি দল।বাংলাদেশও বিশ্বকাপ অভিযান শুরু করার আগে পাবে দুটি প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান ও আয়ারল্যান্ড। আগামী ৯ ও ১২ ফেব্রুয়ারি মাশরাফিবাহিনী খেলবে যথাক্রমে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে।আগামী ৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হবে।বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচের সময়সূচি:৮ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-ভারত (অ্যাডিলেড ওভাল)৯ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা (হাগলি ওভাল)৯ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে (লিঙ্কন ওভাল)৯ ফেব্রুয়ারি: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)৯ ফেব্রুয়ারি: পাকিস্তান-বাংলাদেশ (ব্লাক টাউন)১০ ফেব্রুয়ারি: ভারত-আফগানিস্তান (অ্যাডিলেড ওভাল)১০ ফেব্রুয়ারি: আয়ারল্যান্ড-স্কটল্যান্ড (ব্লাক টাউন)১১ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড (হাগলি ওভাল)১১ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে (লিঙ্কন ওভাল)১১ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-আরব আমিরাত (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)১১ ফেব্রুয়ারি: ইংল্যান্ড-পাকিস্তান (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)১২ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)১২ ফেব্রুয়ারি: বাংলাদেশ-আয়ারল্যান্ড (ব্লাক টাউন)১৩ ফেব্রুয়ারি: আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত (জাঙ্কশন ওভাল)এমআর/আরআইপি
Advertisement