খেলাধুলা

দু-একদিনের মধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু মোস্তাফিজের

প্রায় পাঁচ সপ্তাহ হলো ইংল্যান্ড থেকে অস্ত্রোপচার করে দেশে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ঈদের আগে খুলে ফেলেছেন কলার স্লিংও। তবে এখনও পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়নি তার। তবে খুব শিগরিই মাঠে ফেরার লক্ষ্যে এ প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ও ফিজিওদের পরামর্শেই শুরু করবেন এ পুনর্বাসন প্রক্রিয়া।সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোস্তাফিজ বলেন, ‘অস্ত্রোপচারের পর ডাক্তার দেখেছিলো। ওখান থেকে ছয় সপ্তাহর মতো পার হয়েছে। যেভাবে বলেছে সেভাবেই কাজগুলো করছি। সবকিছু ভালোর দিকেই যাচ্ছে। দু’একদিনের দিনের ভেতর পুনর্বাসন শুরু হবে। পুরো প্রক্রিয়ার সঙ্গে বায়েজিদ ভাই যুক্ত আছেন। তারা আমাকে জানিয়ে দেবে কিভাবে কী করবো।’কলার স্লিং খোলার পর পুনর্বাসনে না গেলেও ফিজিওর অধীনে থেকে হালকা পাতলা অনুশীলন করছেন মোস্তাফিজ। এর আগেও একবার ইনজুরিতে পড়েছিলেন তিনি। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একবার  ইংল্যান্ড সফরে গিয়ে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। তখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সুস্থ হয়েছিলেন। সুতরাং, এ সময়টায় কী করতে হয়, তা ভালো করেই জানেন তিনি।‘পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা আমার আছে। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইনজুরিতে পড়ে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়েছি। এ বিষয়ে আমার ভালো অভিজ্ঞতাই রয়েছে’- বলেছেন মোস্তাফিজ।উল্লেখ্য, গত জুলাইয়ে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে যান মোস্তাফিজ। সেখানে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর অনুশীলন করতে গিয়ে আবারও ইনজুরিতে পড়েন এ পেসার। এরপর সম্পূর্ণ সুস্থতার জন্য সেখানেই ছুরিকাঁচির নিচে যেতে হয়েছিল তাকে। আরটি/আইএইচএস/পিআর

Advertisement