ধর্ম

সিঙ্গাপুরের দৃষ্টিনন্দন স্থাপত্য ‘মারূফ মসজিদ’

সিঙ্গাপুরের মোট জনসংখ্যার শতকরা ১৩ জন মুসলমান। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দ্বীপ রাষ্ট্রটি সেদেশের মুসলমানদের জন্য অনিন্দ্য সুন্দর এবং ব্যয় বহুল একটি মসজিদ নির্মাণ করেছেন। নবনির্মিত ওই মসজিদটির নাম ‘মসজিদ মারূফ’।চারতলা বিশিষ্ট এ মসজিদটি বর্তমান সময়ের সকল আধুনিক সুবিধা সমৃদ্ধ একটি মসজিদ। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুবৃহৎ লিফট সুবিধা, ক্লোজ সার্কিট ক্যামেরায় নিরাপত্তা ব্যবস্থায় মসজিদটি গত ১৯ আগস্ট নামাজের জন্য উন্মুক্ত করা হয়েছে।দৃষ্টিনন্দন এ মসজিদে মারূফে একসঙ্গে সাড়ে চার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদটি সিঙ্গাপুরের আরেক দৃষ্টিনন্দন এলাকা ২০ জুড়ং-এ অবস্থিত।সিঙ্গাপুরের বর্তমান ধর্মবিষয়ক মন্ত্রী ডক্টর ইয়াকুব ইবরাহিম ২০১০ সালে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে মসজিদটির কাজ শুরু করেন। সিঙ্গাপুরে বর্তমানে ৭০টিরও বেশি মসজি রয়েছে।এমএমএস/পিআর

Advertisement