খেলাধুলা

‘ভারতকে ছাড়া বিশ্বক্রিকেট চালাতে পারে না আইসিসি’

বাংলাদেশ-জিম্বাবুয়ের মতো দলগুলোর জন্য দ্বি-স্তর টেস্ট ক্রিকেট ভালো নয়। এর পক্ষে আসা প্রস্তাবের বিরোধিতা করেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে। সব শেষ সেই দলে যোগ দেয় ভারতও। সব মিলে ‘কোণঠাসা’ আইসিসি বাধ্য হয় দ্বি-স্তর টেস্ট প্রস্তাব বাতিল করতে। এদিকে, সম্প্রতি ফিনান্স কমিটি থেকে ভারতকে ছেঁটে ফেলেছে আইসিসি। তাই সংস্থাটির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিসিসিআই। এমনকি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে আসার হুমকিও দিয়েছে তারা। আইপিএলের টেলিকাস্ট রাইট নিয়ে সাংবাদিক বৈঠকে বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেন, ‘আমরা দ্বি-স্তর টেস্ট ব্যবস্থার প্রতিবাদ করেছি। এমনটা হলে বাংলাদেশ, জিম্বাবুয়ের মতো দলগুলো বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ হারাতো। আমরা চাই বিশ্বক্রিকেট আরো এগিয়ে যাক। আর ভারতের সাহায্য ছাড়া তা কখনও সম্ভব নয়।’ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান কর্তা আরো বলেন, ‘আমরা সবসময় ক্রিকেটের উন্নতি চাই। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়ার পর থেকেই বিশ্বক্রিকেটে নিজেদের ভূমিকা পালন করে আসছে বিসিসিআই।’এনইউ/এমএস

Advertisement