আন্তর্জাতিক

নিউইয়র্কের বিস্ফোরণে আন্তর্জাতিক গোষ্ঠীর জড়িত থাকার প্রমাণ নেই

নিউইয়র্কের গভর্নর এ্যান্ড্রু কুওমো বলেছেন, নিউইয়র্কের চেলসি এলাকায় শনিবার রাতে যে বিস্ফোরণ ঘটেছে তা একটি সন্ত্রাসী ঘটনা, কিন্তু এর সাথে আন্তর্জাতিক কোন গোষ্ঠীর সম্পর্ক খুঁজে পাওয়া যায় নি।শহরের মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, এ আক্রমণের পেছনের উদ্দেশ্য বের করার জন্য তদন্ত চলছে। এফবিআই বলেছে, বোমাটির টুকরো ছাড়াও কিছু দূরে পাওয়া অবিস্ফোরিত আরেকটি বোমা পরীক্ষা করে দেখা হচ্ছে।নিউইয়র্ক শহরে অতিরিক্ত এক হাজার পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ওই বোমা বিস্ফোরণে ২৯ জন লোক আহত হয়, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে নিউ জার্সির সিসাইড পার্কে একটি পাইপ বোমার বিস্ফোরণ হয়। হাজারো মানুষের সেখানে একটি চ্যারিটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। তবে ওই বিস্ফোরণে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।এআরএস

Advertisement