মালয়েশিয়ায় ব্যবসায়ীদের সম্পদ জব্দ পরিকল্পনা বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা সব কিছু হারাতে পারেন বলে মন্তব্য করেছেন দেশটির এমপ্লয়ার্স ফেডারেশনের নির্বাহী পরিচালক (MEF) প্রধান শামসুদ্দিন। সম্প্রতি দেশটির ইমিগ্রেশন বিভাগের এ ঘোষণায় রীতিমত ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সংকট উওরণের উপায় খুঁজছেন ব্যবসায়ীরা।মালয়েশিয়ার এমপ্লয়ার্স ফেডারেশন নির্বাহী পরিচালক দাতু শামসুদ্দিন বারডান বলেন, অক্টোবরের ১ম দিন থেকে যে অবৈধ শ্রমিককে কাজে রাখলে ব্যবসায়ীদের ব্যাঙ্ক একাউন্ট জব্দ করার পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়েছে, এর ফলে মালেশিয়ানরা এবং বৈধ বিদেশি শ্রমিকরাও তাদের কাজ হারাবে।কোনো কোম্পানির ব্যাঙ্ক একাউন্ট জব্দ করলে অন্যান্য কোম্পানির ওপরও এর প্রভাব পড়বে। নিয়োগকর্তারা ব্যবসা পরিচালনা করতে পারবে না এবং সব কর্মীদের ছাঁটাই করতে হবে।ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী ব্যবসায়ীদের চলতি মাসের শেষ দিন পর্যন্ত সময় দিয়েছেন, তাদের ভ্রমণ নথি, ভিসা ও পারমিট নিয়ে অবৈধ শ্রমিকদের বৈধ করতে হবে।শামসুদ্দিন বারডান বলেন, অনুচ্ছেদ ৫৬ এর বিধানে কোথাও বলা নেই, অবৈধ শ্রমিককে কাজে রাখলে কোম্পানির ব্যাঙ্ক একাউন্ট জব্দ করা হবে। ওই আইনে বলা হয়েছে যদি কোনো কোম্পানি ৫ জন পর্যন্ত অবৈধ শ্রমিককে কাজে নিয়োগ করে তাহলে ওই কোম্পানির ১০ থেকে ৫০ হাজার রিংগিত জরিমানা এবং প্রত্যেক অবৈধ শ্রমিকের ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত জেল ও ৬ বার পর্যন্ত বেত্রাঘাতের বিধান রয়েছে।মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন সভাপতি তান শ্রী ইয়ং পোহ কন বলেন, যারা শামসুদ্দিনের সাথে একমত সবার উচিত সরকারের কাছে প্রস্তাব করা, অবৈধ শ্রমিকদের কিভাবে দীর্ঘমেয়াদি বৈধ পন্থা বাস্তবায়ন করা যায়।এআরএস
Advertisement