দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে এটিএন বাংলা `রাজ্জাক রেট্রোস্পেকটিভ` শিরোনামের একটি বিশেষ আয়োজন করেছে। সপ্তাহব্যাপী এই আয়োজনে রাজ্জাক অভিনীত ৭টি ছবি প্রচার করা হবে। আজ থেকে রাজ্জাক অভিনীত ছবিগুলো প্রচার শুরু হবে। এই ছবিগুলোর মধ্যে রয়েছে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত `নীল আকাশের নীচে` ও `এতটুকু আশা`, সুভাষ দত্ত পরিচালিত `আবির্ভাব`, কামাল আহমেদের `অনুরাগ`, গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত `সন্ধি`, মঈনুল হোসেন পরিচালিত `যোগাযোগ` এবং গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ছবি `সমর`।উল্লেখ্য, ১৯৬৮ সালে নায়ক রাজ্জাকের চলচ্চিত্র জীবন শুরু হয়। পরে একে একে ৩০০ ছবিতে অভিনয় করেছেন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্ম নেন চলচ্চিত্রের এই বরপুত্র।এইচএন/এমএস
Advertisement