বিনোদন

লুকিয়ে রক্ত ছবি দেখেছি

‘জাজ’ কিংবা ‘রক্ত’ ছবির ইউনিট রাজধানীর কয়েকটি সিনেমা হলে ‘রক্ত’ দেখতে গিয়েছিল। কিন্তু আমি যাইনি। কারণ সবাই একসাথে গেলে দর্শকদের আসল প্রতিক্রিয়াটা জানা সম্ভব হয়না। তাই ঈদের প্রথম দিন রাত ৮টা ১০ মিনিটের শো-তে যমুনা ব্লক বাস্টার সিনেমাস এবং পরদিন স্টার সিনেপ্লেক্সে লুকিয়ে ‘রক্ত’ দেখেছি। কারণ আমি দর্শকদের প্রতিক্রিয়াটা সরাসরি হলে বসে জানতে চেয়েছিলাম। কেউ যাতে আমাকে চিনতে না পারে তাই নিজেকে লুকিয়ে রাখতে হয়েছিলো।’ নিজের প্রথম ছবি হলে গিয়ে দেখার অভিজ্ঞতা এভাবেই জানালেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ছবির নায়ক রোশন। এবারের ঈদে জাজের প্রযোজনায় এই ছবির মাধ্যমে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজকীয় অভিষেক হয়েছে রোশনের। ছবির মুক্তির পর সব শ্রেণির দর্শকরা তাকে গ্রহণ করেছেন এমনটাই দাবি তার।রোশন বলেন, ‘সিনেমা হলে বসে যখন ছবি দেখেছি তখন চারপাশের মানুষ আমাকে নিয়ে অনেক প্রশংসাসূচক মন্তব্য করছিলেন। কেউ বলেছেন, নায়ক হিসেবে ছেলেটিকে দারুণ মানিয়েছে। আবার কেউ বলেছেন, ছেলেটি আগামীতে অনেক ভালো করবে। এমন আরো অনেকভাবে প্রশংসা পেয়েছি। অন্যের মুখে নিজের সম্পর্কে এইসব প্রশংসা শুনে আনন্দে চোখে জল এসেছে। তাছাড়া মুঠোফোন, ফেসবুক চারপাশের মানুষ রক্ত দেখে আমার প্রশংসা করছেন। অনেকের ধারণা ছিল ‘রক্ত’ নায়িকা প্রধান ছবি। কিন্ত যারা ছবিটি দেখেছেন তারা ঠিকই বুঝেছেন ‘রক্ত’ নায়িকা প্রধান ছবি নয়।’রোশন আরো বলেন, ‘ইতোমধ্যে আমি জেনেছি যেসব হলে ‘রক্ত’ ছবি চলছে ঈদের পর থেকে দিনের পর দিন আরো ভালো ব্যবসা করছে। আশা করছি পরের সপ্তাহে রক্ত আরো ভালো ব্যবসা করবে।’  উল্লেখ্য, দেশজুড়ে ৬৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত রক্ত ছবিটি। এ ছবিতে রোশনের নায়িকা হিসেবে আছেন পরীমনি।এনই/এলএ/এবিএস

Advertisement