আক্রমণভাগে মেসি-নেইমার-সুয়ারেজের মতো ত্রিফলা থাকলে আর কী চাই! ঝুঁকি তো নেয়াই যায়। কী সেই ঝুঁকি? ইদানিং বার্সার খেলোয়াড়দের ৩-৪-৩ ফরম্যাটে মাঠে নামাচ্ছেন বার্সেলোনা কোচ লুইস এনরিক। এই ঝুঁকি নিয়ে সফলতা-ব্যর্থতা দুটোই দেখেছেন তিনি। লা লিগায় আগের ম্যাচে আলাভেসের কাছে হেরে ২-১ গোলে হেরে গিয়েছিল বার্সা।তবে সব শেষ ম্যাচে লেগানেসের বিপক্ষে ওই ফরম্যাটে খেলতে নেমে সফলতা পেয়েছেন এনরিক। মেসি-নেইমার-সুয়ারেজের অসাধারণ নৈপুণ্যে ম্যাচটিতে ৫-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সা। এবার সমালোচনার জবাব দিলেন স্প্যানিশ এই কোচ। বলেন, ‘আমরা ফাঁকা জায়গাগুলো বেশ ভালোভাবে কাজে লাগিয়েছি। শুরু থেকেই তা ছিল কার্যকর। ৩-৪-৩ ফরম্যাট কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু আমরা ভালোভাবেই সেটা মেনে চলেছি। আমি আমার খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নিতেই পছন্দ করি।’তিনি আরো বলেন, ‘রক্ষণভাগে তিন জন ডিফেন্ডার নিয়ে খেললে সমস্যা হতে পারে। এই ঝুঁকিটা আমাদের ছিল। কিন্তু আমাদের স্ট্রাইকারদের নিয়ে একই ঝুঁকি নিতে হয় প্রতিপক্ষকেও। আমি এখন আটলেটিকো মাদ্রিদকে নিয়ে ভাবছি।’প্রসঙ্গত, ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে বার্সা। এক ম্যাচ কম খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। লাস পালমাসের অবস্থান তৃতীয়, ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে চতুর্থ স্থানে, অর্জন ৮ পয়েন্ট। আগামী বুধবার লা লিগার খেলায় ন্যু ক্যাম্পে আটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।এনইউ/এবিএস
Advertisement