বিনোদন

চার বছর পর প্রচারে আসছে চঞ্চল-সারিকার নাটক

প্রায় চার বছর পর আবারো একসঙ্গে জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং মডেল অভিনেত্রী সারিকা। এবার তারা জুটি বেঁধে ‘একজন জাদুকর’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন।নাটকটি রচনা করেছেন ইসরাফিল বাবু এবং পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে এটি।নাটকটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘একজন জাদুকর’ নাটকে আমি চারটি চরিত্রে অভিনয় করেছি। তাছাড়া প্রায় চার বছর পর সারিকার সঙ্গে কাজ করলাম। সবমিলিয়ে খুব ভালো লেগেছে নাটকটি করে। আশা করছি নাটকটি থেকে দর্শকরা ভালো কিছু পাবেন।’সারিকা বললে, ‘চঞ্চল দাদা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন অভিনেতা। অনেকদিন পর তার সাথে কাজ করলাম। নাটকের গল্পটাও চমৎকার। সবমিলিয়ে কাজটি নিয়ে আমি আশাবাদী। অপেক্ষা করছি নাটকটি দেখার জন্য।’নাটকের গল্পে দেখা যাবে এক বিকেলে খোলা প্রান্তরে নিজেদের প্রাইভেটকারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদনান আর নাবিলা। আদনান কবিতা আবৃত্তি করছে- ‘প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ’। নাবিলা আদনানের দিকে তাকিয়ে বলে, ঠিক চার বছর আগে, এই জায়গাটিতে দাঁড়িয়েই শেষ বিকেলের আলোতে রবি ঠাকুরের এই কবিতার মাধ্যমেই তুমি আমাকে প্রথম প্রোপোজ করেছিলে। আদনান বলে, সেই জন্যই তো প্রতি বছর আমাদের ম্যারেজ ডে তে এই জায়গাটিতেই তোমাকে নিয়ে আসি। দুজনেই আবেগতাড়িত হয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। প্রেম আছে, সুখ আছে। তবুও বিরাট এক শূন্যতা এই দম্পতির জীবনে। সেই শূন্যতার গল্প দেখতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইতে আজ রাত সাড়ে ৯টায়।এলএ/আরআইপি

Advertisement