শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা একজন তামিল বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রায় দুই যুগ পর সংখালঘু তামিল সম্প্রদায় থেকে এ পদে নিয়োগ দেয়া হলো।৬২ বছর বয়সী তামিল বিচারক কানাগাসাবাপাথি শ্রীপাভান শুক্রবার প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতির সচিবালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।৬২ বছর বয়স্ক শ্রীপাভান তামিল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ১৯৯১ সালের পর তিনিই প্রথম তামিল নাগরিক যিনি শ্রীলংকা সরকারের উচ্চপদে আসীন হলেন। ধারণা করা হচ্ছে তামিলদের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছেন সিরিসেনা।২০১৩ সালে অভিসংশিত সাবেক প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকে’কে তার পূর্বপদ ফিরিয়ে দেয়ার মাত্র দুই দিনের মধ্যে নতুন প্রধান বিচারপতি নিয়োগের এ ঘোষণা এলো। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে শিরানি বন্দরনায়েকে’কে দুর্নীতির দায়ে ইমপিচ করেছিলেন। সেসময় ওই পদক্ষেপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। তবে পূর্ব মর্যাদা ফিরে পাওয়ার একদিন পরই অবসর গ্রহণ করেন বন্দরনায়েকে। এরই প্রেক্ষিতে নিয়োগ পেয়েছেন শ্রীপাভান। এএইচ/আরআই
Advertisement