আন্তর্জাতিক

এইউ`র দায়িত্ব নিলেন মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আফ্রিকান ইউনিয়নের (এইউ) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। শুক্রবার থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদ ওলুদ আব্দুল আজিজের স্থলাভিষিক্ত হলেন ৯০ বছর বয়সী আফ্রিকার এ নেতা।এইউ’র নেতা নির্বাচিত করায় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আফ্রিকার সম্পদ শুধু আফ্রিকার। এখানে অন্য কারও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, আমাদের অবশ্যই বন্ধু থাকবে। কিন্তু সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদীরা আমাদের বন্ধু হতে পারে না।প্রসঙ্গত, পশ্চিমাবিরোধী এ নেতার ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এমন একজন ব্যক্তিত্ব আফ্রিকান ইউনিয়নের নেতা নির্বাচিত হওয়ায় পশ্চিমা দেশুগুলোর সঙ্গে ৫৪ সদস্যবিশিষ্ট এ সংগঠনটির সম্পর্ক শীতল হতে পারে বলে মনে করা হচ্ছে।এদিকে, আফ্রিকান ইউনিয়নের সম্মেলন উপলক্ষে আাদ্দিস আবাবায় উপস্থিত নাইজার, নাইজেরিয়া, চাদ, কেনিয়া ও ক্যামেরুনের নেতারা বোকো হারামকে পরাজিত করতে সাড়ে সাত হাজার সেনার একটি আঞ্চলিক বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন।এএইচ/আরআই

Advertisement