দেশজুড়ে

গৃহবধূকে পুড়িয়ে হত্যা : গ্রেফতার ২

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বাউসগাড়ি গ্রামে তাজবীনা খাতুন (২৮) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী আলমগীর ও সতীনের ভাই হামিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাজবীনের ভাই সবুজ হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ফরিদপুর উপজেলার শাকপালা গ্রামের আব্দুল ওহাব প্রামাণিকের মেয়ে তাজবীনার সঙ্গে সাঁথিয়া উপজেলার বাউসগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে আলমগীরের বিয়ে হয়। তাদের ঘরে দু’টি সন্তান রয়েছে। বছরখানেক আগে আলমগীর তার গ্রামে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার সকাল ৯টার দিকে আলমগীর তার দ্বিতীয় স্ত্রীর ভাই হামিদ ও অন্যদেরকে সঙ্গে নিয়ে তাজবীনের উপর চড়াও হয়। তাজবীনকে মারধরের একপর্যায়ে গলাটিপে হত্যা করে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করে স্থানীয়রা।  সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একে জামান/এএম/আরআইপি

Advertisement