সর্বশেষ দুই ম্যাচে ছিলেন না। তবে নিজের ফর্ম দিয়ে আবারো আর্জেন্টিনা দলে জায়গা করে নিলেন গঞ্জালো হিগুয়েইন। আগামী মাসের পেরু ও প্যারাগুয়ের সঙ্গে বাছাইপর্বের দুটি ম্যাচে হিগুয়েইনের পাশাপাশি ডাক পেয়েছেন সার্জিও আগুয়েরোও। হিগুয়েইনের দলে ডাক পাওয়া নিয়ে বাউজা বলেন, `আমি হিগুয়েইনের সঙ্গে কথা বলেছি, সবকিছুই ভালোমতো হয়েছে। ও খুবই উৎসাহী, মাঠে ফিরতে ওর আর তর সইছে না।` সর্বশেষ দুই ম্যাচে পেশির চোটের জন্য বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারেননি আগুয়েরো। তবে সিটির হয়ে দারুণ খেলছেন, চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচেও করেছেন হ্যাটট্রিক। বাউজার ২৪ সদস্যের দলে তাই ডাক পেয়েছেন। এদিকে চোটের জন্য এবারও নেই পিএসজি মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। হিগুয়েইনের জুভেন্টাস সতীর্থ পাউলো দিবালা জায়গা পেলেও ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্দি উপেক্ষিতই থেকে গেছেন। আর লিওনেল মেসি তো আছেনই। লাল কার্ডের নিষেধাজ্ঞা পেরিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন দিবালা।আগামী ৬ অক্টোবর পেরুর সঙ্গে প্রথম ম্যাচ, পাঁচ দিন পর প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই মুহূর্তে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার তিনে আছে আর্জেন্টিনা। শীর্ষে থাকা উরুগুয়ের চেয়ে পিছিয়ে আছে মাত্র এক পয়েন্টে। ব্রাজিলের সঙ্গে সমান পয়েন্ট হলেও পিছিয়ে আছে গোল ব্যবধানে।২৪ জনের আর্জেন্টিনা দলগোলরক্ষক: সার্জিও রোমেরো (ম্যান ইউনাইটেড), নাহুয়েল গুজমান (তিগ্রেস)ডিফেন্ডার: ফাকুন্দো রোনকাগলিয়া (সেল্টা ভিগো), মাতেও মুসাচ্চিও (ভিয়ারিয়াল), রামির ফিউনেস মোরি (এভারটন), মার্কোস রোহো (ম্যান ইউনাইটেড), মার্টিন ডেমিচেলিস (এসপানিওল), পাবলো জাবালেতা (ম্যান সিটি), গ্যাব্রিয়েল মেরকাদো (সেভিয়া), নিকোলাস ওটামেন্ডি (ম্যান সিটি)মিডফিল্ডার: মাতিয়াস ক্রানেভিতার (সেভিয়া), হাভিয়ের মাচেরানো (বার্সেলোনা), লুকাস বিলিয়া (লাৎসিও), অগাস্তো ফার্নান্দেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), এভার বানেগা (ইন্টার মিলান), এরিক লামেলা (টটেনহাম), নিকোলাস গাইতান (অ্যাটলেটিকো), অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি)ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), অ্যাঙ্গেল কোরিয়া (অ্যাটলেটিকো), গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), পাউলো দিবালা (জুভেন্টাস), লুকাস প্রাতো (অ্যাটলেটিকো মিনেইরো)।এমআর/আরআইপি
Advertisement