বিনোদন

সোমবার বাতিঘরের অলিখিত উপাখ্যান

কথাশিল্পী রিজিয়া রহমানের উপন্যাস অবলম্বনে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘অলিখিত উপাখ্যান’। এর উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামী ১৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূলমঞ্চে। এটি হবে থিয়েটার ‘বাতিঘর’র দ্বিতীয় প্রযোজনা। ‘অলিখিত উপাখ্যান’র মঞ্চরুপ ও নাট্যনির্দেশনা দিয়েছেন তরুণ নাট্যকার মুক্তনীল। মঞ্চ পরিকল্পনা করেছেন এম আসলাম লিটন ও আলোক পরিকল্পনায় পলাশ হেনড্রি সেন। নাটকটির উদ্বোধনী মঞ্চায়নে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনূর রশীদ, আজাদ আবুল কালামসহ আরো অনেক নাট্যজন। প্রসঙ্গত, বরেণ্য নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এই নাটকটিতে কথকের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন। এলএ/এমএস

Advertisement