খেলাধুলা

বাংলাদেশ সফরে আসছেন কলিংউড

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে আসছেন না ইংলিশদের সীমিত ওভারে নিয়মিত অধিনায়ক ইয়ান মরগান। তাকে অনুসরণ করছেন অ্যালেক্স হেলসও। তবে ইংল্যান্ড দলের ম্যানেজমেন্টে যুক্ত হয়ে বাংলাদেশ সফরে আসছেন সাবেক ওয়ানডে অধিনায়ক পল কলিংউড, ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ অ্যান্ডি হারি ও উস্টারশায়ারের ক্রিকেট পরিচালক স্টিভ রোডস।শুক্রবার বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ সময় এক বিজ্ঞপ্তিতে তারা জানায় বাংলাদেশে ওয়ানডে সিরিজে দলের ম্যানেজমেন্টে কলিংউড ও হারি এবং টেস্ট সিরিজ রোডস কাজ করবেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ৭ অক্টোবর। এই সিরিজ শেষে বিশ্রাম পাবেন সহকারী কোচ পল ফারব্রেস। টেস্ট সিরিজে তার জায়গায় ট্রেভর বেলিসের সহকারী হিসেবে কাজ করবেন ওটিস গিবসন। টেস্ট সিরিজ শুরু হবে ২০ অক্টোবর।এমআর/এমএস

Advertisement