জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে রাজঘর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রউফ ও আইনজীবি আলী আযমের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষের সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ২৫টি ঘর-বাড়ি, মার্কেটের দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।আরএস/পিআর
Advertisement