খেলাধুলা

বাংলাদেশে না আসলেও ভারত সিরিজে অধিনায়ক মরগানই!

নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসছেন না ইংল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান। তার পরিবর্তে জস বাটলারকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে বাংলাদেশ সিরিজে তাকে না পেলেও ভারত সিরিজে তাকে চাচ্ছে ইসিবি। আর তাই ভারত সিরিজে তার নেতৃত্ব দেওয়ার সম্ভবনাই বেশি। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে এমনটাই জানিয়েছেন দলটির জাতীয় নির্বাচক জেমস হোয়াইটেকার।২০১৪ সাল থেকে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেওয়া মরগান, নিরাপত্তার কারণে বাংলাদেশ সফরে আসছেন না। তার বাংলাদেশে না আসাকে হতাশাজনক বলে জানিয়েছেন ইংলিশ দলের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউসও। তবে হোয়াইটেকার আশা করছেন বাংলাদেশে না আসলেও ভারত সফর করবেন মরগান, ‘অধিনায়ক হিসেবে ইয়ান (মরগান) ভালো করেছে। গত কয়েক বছরে দলে সে দারুণ নেতৃত্বের ভিত্তি তৈরি করেছে। সে তার কাজ দক্ষতার সঙ্গে করেছে।’‘এটা কিছুটা হতাশাজনক যে সে (মরগান) এ সুযোগ ফেলে দিয়েছে। কিন্তু আমরা ভারত সফরে তাকেই অধিনায়ক হিসেবে আশা করি। একই সময়ে আমরা এ নিয়ে পুনর্বিবেচনাও করবো, যা আমরা সব সিরিজ শেষে করে থাকি। অন্য মানুষ আসবে এবং তাদের উপর চাপ প্রয়োগ করবে। তবে আমি বলতে চাই আমি ভারতে তাকে অধিনায়ক দেখতে চাই।’- যোগ করে হোয়াইটেকার আরো বলেন।মরগানের অনুপস্থিতিতে জস বাটলারকে বাংলাদেশ সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করেছে ইসিবি। তবে বাংলাদেশ সিরিজে মরগানকে মিস করবে তারা। চলতি বছরে মরগানের নেতৃত্বে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলে মাত্র একটি ওয়ানডে ম্যাচ হেরেছে তারা। এবং এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে ইংলিশরা। আর তাতে দারুণ ভূমিকা পালন করেছিলেন মরগানও। মাত্র ২৭ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন আয়ারল্যান্ডে জন্ম নেয়া এই ক্রিকেটার।আরটি/এনইউ/আরআইপি

Advertisement