নেইমারের স্বপ্নের ক্লাব বার্সেলোনা। ২০১৩ সালে সান্তোস ছেড়ে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ক্লাবটির হয়ে মাঠে ভালো সময় পার করেছেন। জিতেছেন বেশ কয়েকটি শিরোপা। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগের ট্রফিও। কিন্তু মাঠের বাইরে খুব একটা স্বস্তিতে ছিলেন না! কর ফাঁকির কাণ্ড নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়ে নেইমারকে, এমনকি তার বাবাকেও। তার পরও নেইমার চান স্বপ্নের ক্লাবটিতে থাকতে।কিন্তু পেশাদার ফুটবলে কত ঘটনাই ঘটে। বার্সার আক্রমণভাগের অন্যতম সেরা এই তারকা আগামী গ্রীষ্মের দলবদলে পাড়ি জমাতে পারেন নতুন ঠিকানায়। ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যেমন নেইমারকে দলে ভেড়াতে ১৯০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত। এমন তথ্যই নিশ্চিত করেছেন নেইমারের এজেন্ট ওয়েগনার রিবেরিও।নেইমারকে নিয়ে পিএসজির আগ্রহের কথা মিডিয়ার সামনে তুলে ধরেন ব্রাজিলিয়ান এই এজেন্ট। বলেন, ‘নেইমারকে দলে টানতে ১৯০ মিলিয়ন ইউরো (বাই আইট ক্লোজ) খরচ করতে প্রস্তুত। তাহলে কর পরিশোধের পরও বছরে ৪০ মিলিয়ন ইউরো আয় করতে পারবেন নেইমার। আমরা দুই ঘণ্টা ধরে এ বিষয়ে কথা বলেছি। নেইমারও আগ্রহী! পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাফি বলে দিয়েছেন, ফরাসি ক্লাবটিতে কর ইস্যু নিয়ে ঝামেলা হবে না। নেইমারই হবেন দলের প্রাণভোমরা (এক নম্বর খেলোয়াড়), যেটা বার্সাতে পাচ্ছেন না।’এটা বলার অপেক্ষা রাখে যে বার্সা ছেড়ে ১৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে নেইমার পাড়ি জমালে তিনিই হবেন সর্বকালের সবচেয়ে দামি ফুটবলার। এই মৌসুমে জুভেন্টাস ছেড়ে ১১০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো পল গগবাই এখন সবচেয়ে দামি ফুটবলার। এনইউ/এমএস
Advertisement