বিনোদন

শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৬টায় ভোটগ্রহণের সমাপ্তি ঘোষণা করেন নির্বাচন কমিশনার মিজু আহমেদ। এফডিসি ঘুরে দেখা যায়, অন্য আট-দশদিনের তুলনায় শুক্রবার হঠাৎ করেই তারকাদের জমজমাট ভিড়। রাজ্জাক, ববিতা, চম্পা, আনোয়ারা, রিয়াজ, মৌসুমী, ওমর সানী, অমিত হাসান, শাবনূর, শাকিব, অপু, নিরব, ইমন  বাপ্পি, সাইমন, আঁচল আলী, সম্রাট, মিশা সওদাগর, ডন - কে নেই? কেউ গায়ে চড়িয়েছেন পাঞ্জাবি, কেউ কোর্তা। ভিড় জমিয়ে আড্ডায় বুদ হয়েছেন কেউ, আবার ভোট চাইতে ব্যস্ত ছিলেন অনেকে। আর এমন মিলনমেলার মধ্য দিয়েই বাংলাদেশ চলচ্চিত্র সমিতির ভোগগ্রহণ শেষ হলো সন্ধ্যা ৬টায়।নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আছেন মিজু আহমেদ জানিয়েছেন, ৮০ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে। তিনি বলেন, বিকেলের দিকে ভোটাদের ভিড় বেশি ছিল। নির্বাচনের প্রতিদন্দ্বী প্রার্থীদের সঙ্গে কথা বলে ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে।শিল্পী সমিতির স্ট্যাডি রুমে সকাল ৯টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ। জানা গেছে, চলচ্চিত্র শিল্পী সমিতির ৫৮৩ জনের মধ্যে ৪৮৭ জন ভোটার ভোট দিয়েছেন।এবারের নির্বাচনে শাকিব খান মিশা প্যানেলের বিপরীতে প্রতিযোগিতা করছেন আহমেদ শরীফ প্যানেল। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছেন অমিত হাসান।শাকিব-মিশা পরিষদ যারা লড়ছেন তারা হলেন- শাকিব খান (সভাপতি), মিশা সওদাগর (সাধারণ সম্পাদক), ওমর সানী (সহ-সভাপতি), নাদির খান (সহ-সভাপতি), আরমান খান (সহ-সাধারণ সম্পাদক -বিনা প্রতিন্দ্বন্ধীতায় নির্বাচিত), সুব্রত (সাংগঠনিক সম্পাদক), ডন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), জ্যাকী আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক), সানু শিবা (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), আতিকুর রহমান চুন্ন (কোষাধ্যক্ষ), আলীরাজ (কার্যকরী সদস্য), আমির (কার্যকরী সদস্য), আফজাল শরীফ (কার্যকরী সদস্য), জেসমিন (কার্যকরী সদস্য), মৌসুমী (কার্যকরী সদস্য), রতন খান (কার্যকরী সদস্য), রকিব খান (কার্যকরী সদস্য), শহিদু্ল আলম সাচ্চু (কার্যকরী সদস্য), হাসান জাহাঙ্গীর (কার্যকরী সদস্য), ববি (কার্যকরী সদস্য)।আহমেদ শরীফ প্যানেলে যারা আছেন-আহমেদ শরীফ(সভাপতি), আবদুল্লাহ সাকী(সহ-সভাপতি), দিলারা ইয়াসমিন (সহ-সভাপতি), হরবোলা (সাংগঠনিক সম্পাদক), রিনা খান (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মিজানুর রহমান মিজান (দপ্তর ও প্রচার সম্পাদক), মোঃ সাইফুল(সংস্কৃ্তি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ), আমির সিরাজী (কার্যকরী সদস্য) , নূর ইসলাম (কার্যকরী সদস্য) , সুশান্ত (কার্যকরী সদস্য) , সোহরাব(কার্যকরী সদস্য) , সরোয়ার হোসেন (কার্যকরী সদস্য)। স্বতন্ত্রভাবে কোষাধ্যক্ষ পদে লড়ছেন কমল এবং কার্যনির্বাহী পদে লড়ছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. এজাজ।তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন মিজু আহমেদ।  সদস্য দুজন হচ্ছেন নজমুল হুদা মিন্টু ও পীরজাদা শহীদুল হারুন।এএইচ/পিআর

Advertisement