ধর্ম

মিনায় শয়তানকে কংকর নিক্ষেপ (লাইভ দেখুন)

সারা বিশ্ব থেকে আগত লাখ লাখ হাজি ৯ জিলহজ ঐতিহাসিক আরাফার ময়দানে হজের খুতবা শ্রবণ ও দোয়া-ইস্তিগফার করেছেন। গতকাল সূর্যাস্তের পর হাজিগণ মুযদালিফায় এসে রাত যাপন করেন। অতপর সকালে ফজর নামাজ আদায় করেন। সূর্য ওঠার পূর্বেই হাজিগণ মিনায় শয়তানকে কংকর নিক্ষেপের জন্য রওয়ানা হয়েছেন।অনেকেই মিনায় পৌছে বড় জামরায় কংকর নিক্ষেপ করছেন। এ কার্যক্রম চলবে তিন দিন। অর্থাৎ সৌদি আরবের ১০, ১১ ও ১২ জিলহজ পর্যন্ত। যারা ১২ জিলহজ পবিত্র নগরী মক্কায় আসতে চান, তারা সূর্যাস্তের পূর্বেই চলে আসতে হবে।এবার সৌদি হজ কর্তৃপক্ষ মিনায় কংকর নিক্ষেপের সময়সূচি নির্ধারণ করে দিয়েছেন। মিনায় শয়তানকে কংকর নিক্ষেপের আনুষ্ঠানিকতা সরাসরি সম্প্রচার হচ্ছে।আল্লাহ তাআলা হাজিদেরকে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে কংকর নিক্ষেপের কাজ সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।লাইভ সম্প্রচার দেখতে ক্লিক করুন- এমএমএস/এমএস

Advertisement