খেলাধুলা

ভারতকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

ত্রিদেশীয় সিরিজে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। তারা ৩ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে। প্রতিযোগিতার ফাইনালে তারা মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার।পার্থে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইংল্যান্ড। খেলতে নেমে বড় স্কোর গড়তে পারেনি ভারত। গুটিয়ে যাওয়ার আগে ২০০ রান তুলেছিল তারা। সর্বোচ্চ ৭৩ রান করেছেন আজিঙ্ক রাহানে। এ ছাড়া শেখর ধাওয়ান ৩৮, মোহাম্মদ শামি ২৫, ধোনি ১৭ ও আম্বাতি রাইডু ১২ রান করেছেন। স্টিভেন ফিন ৩টি এবং ২টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওয়াকেস, স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী।জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। হাফসেঞ্চুরি করেছেন জেমস টেলর ও জোস বাটলার। ১২২ বল খেলে ৮২ রান করেছেন টেলর। কোনো ছয় না থাকলেও ৪টি বাউন্ডারি ছিল তার ইনিংসে। এ ছাড়া বাটলারের ব্যাট থেকে এসেছে ৬৭ রান। ৩টি উইকেট পেয়েছেন স্টুয়ার্ট বিনি।সংক্ষিপ্ত স্কোরভারত : ২০০/১০ (রাহানে ৭৩, ধাওয়ান ৩৮, শামি ২৫; ফিন ৩/৩৬, মঈন ২/৩৫)ইংল্যান্ড : ২০১/৭ (টেলর ৮২, বাটলার ৬৭; বিনি ৩/৩৩)ফল : ৩ উইকেটে জয়ী ইংল্যান্ডপিআর

Advertisement