বঙ্গোপসাগরে শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ১১ দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় কুতুবদিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ দালালকে আসামি করা হয়েছে।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। কুতুবদিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার তারেক মোস্তফা জানান, শুক্রবার দুপুর পর্যন্ত ট্রলার ডুবির স্থানের আশপাশ থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উদ্ধার যান তানভীর ও তৌহিদ এবং নৌ-বাহিনীর উদ্ধার যান অতন্দ্র ও অপরাজেয় জাহাজসহ কোস্টগার্ডের আরও ২টি ছোট ট্রলার উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়াও স্থানীয় জেলেদের ট্রলারগুলো উদ্ধার অভিযানে সহযোগিতা করছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি এলাকায় শতাধিক যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত জীবিত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড সদস্যরা।# কক্সবাজারে ট্রলারডুবি: ৮ জনের মরদেহ উদ্ধারএএইচ/পিআর
Advertisement