খেলাধুলা

আবার মনোবিদের কাছে মুশফিকরা

এপ্রিলে আলী আজহার খান ক্লাস করিয়েছিলেন। এবার ডক্টর ফিল ক্লাস করাবেন। মুশফিক বাহিনীর ক্লাস নিবেন তিনি। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ের নয়, মানসিক শক্তি বাড়ানোর ক্লাস এটি। ক্রিকেট মাঠে একের পর এক ব্যর্থতার পর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরও একবার মনোবিদের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিসিবির পছন্দ অস্ট্রেলিয়ান মনোবিদ ডা. ফিল। ইতোমধ্যেই বাংলাদেশে চলে এসেছেন এই অস্ট্রেলিয়ান মনোবিদ। আগামী রবিবার এবং সোমবার ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর ক্লাস করাবেন তিনি। এই বিষয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দ্য রিপোর্টকে বলেছেন, ‘ফিল বাংলাদেশে পৌঁছেছেন। রবি ও সোমবার দুই দিন ক্রিকেটারদের ক্লাস নেবেন তিনি। এই ক্লাসের সঙ্গে সঙ্গে স্কিল ক্যাম্পও চলবে।’উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াড ছাড়াও বাছাইকৃত ক্রিকেটাররাও ফিলের ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সাম্প্রতিক প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারছে না জাতীয় দল। একের পর এক ম্যাচে বাজেভাবে হারছে দল। নানাভাবে চেষ্টা করেও ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতি করা সম্ভব হচ্ছে না। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে ভাল ফলাফলের আশায় জাতীয় দলকে তাই সব দিক থেকেই তৈরি করতে সচেষ্ট বিসিবি। এর আগে এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপে ক্রিকেটাররা ব্যর্থ হলে কানাডা প্রবাসী মনোবিদ আলী আজহার খানের শরণাপন্ন হয়েছিল বিসিবি। ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে ওই সময়ে ৪ দিনের জন্য ক্রিকেট দল নিয়ে কাজ করছেন আলী আজহার খান। তাতে অবশ্য ক্রিকেটারদের খুব বেশি উন্নতি পরিলক্ষিত হয়নি। ডক্টর ফিলের ক্লাস করার পর ক্রিকেটারদের মানসিকতায় কতটুকু পরিবর্তন ঘটে সেটাই এখন দেখার বিষয়!

Advertisement