বাংলাদেশ সফর নিয়ে শঙ্কায় ছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। সেই শঙ্কা কেটে গেছে। তবে দলের খেলোয়াড়দের মধ্যে সেটা পুরোপুরি কাটেনি। সীমিত ওভারের অধিনায়ক ইয়ান মরগান যেমন আসতেই রাজি হলেন না। তার পরিবর্তে অধিনায়ক করা হলো বাটলারকে। তবে বাংলাদেশ সফরে আসতে রাজি অ্যালেক্স হেলস ও মঈন আলী। তাদের সঙ্গে যোগ দিলেন স্টুয়ার্ড ব্রড। টাইগারদের বিপক্ষে খেলতে চান তিনিও। চোটের কারণে কিছুদিন বোলিংয়ের বাইরে তিনি। তবে বোলিংয়ে শিগগিরই ফিরবেন বলে জানিয়েছেন ব্রড।বাংলাদেশ সফর নিয়ে ব্রড লিখেছেন, ‘বাংলাদেশে সফর করবো কিনা এটি সত্যি একটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি বিশ্বাস করি যে এটিই সঠিক ও আমি ইসিবিকে বলে দিয়েছি যে আমি যেতে প্রস্তুত। জুলাই মাসে যখন ঢাকায় সন্ত্রাসী হামলা হলো তখন থেকে বিষয়টি আমাদের মাথায় ছিল। আমাদের সিদ্ধান্তকে কেউ হালকাভাবে নেয়নি। ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার পর আমরা যখন ভারত গিয়েছিলাম তখন এমন একটা অবস্থায় আমাদের মধ্যে কয়েক জন ছিল। যেমনটা এখন চলছে।’মঈন আলীর মতো ব্রডও মনে করেন, বিশ্বের এমন কোনো প্রান্ত নাই, যেখানে ঝুঁকি নেই। সুতরাং বাংলাদেশকে আলাভাবে দেখার মানে নেই। ব্রডের ভাষায়, ‘গোটা বিশ্ব পরিবর্তন হচ্ছে। সবখানেই ঝুঁকি বিরাজ করছে, আপনি যেখানেই যান না কেন। ইসিবি আমাদের আশ্বস্ত করেছেন যে সেখানে (বাংলাদেশ সফর) নিরাপত্তা থাকবে। এটাই তো বড় প্রতিশ্রুতি। আমাদের নিরাপত্তা দল বাংলাদেশের পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। সেই দলের প্রধান রেগ ডিকেন্স, তাকে আমি বিশ্বাস করি।’এনইউ/পিআর
Advertisement