অর্থনীতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি’র ২৪ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে বৃহস্পতিবার ২৪ পরিচালক পদের বিপরীতে ২৫টি ফরম জমা হয়। কিন্তু যাচাই-বাছাইয়ে একজনের মনোনয়নপত্র বাতিল হয় ফলে নির্বাচনের আর বাধ্যবাধকতা রইল না।আগামী ৫ মার্চ শতবর্ষী এই চেম্বার নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচিতরা সবাই চট্টগ্রাম বন্দর পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ সমর্থিত প্যানেলের।নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান ফৌজুল মুবিন বলেন, প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নির্বাচনের প্রয়োজন নেই। তবে শিডিউল মতে আগামী ৬ মার্চ ২৪ পরিচালক সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। তাঁরা দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।নির্বাচনে চার ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণিতে নির্বাচিত ১২ পরিচালক হলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম, বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব, বারভিডা সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বাবর, দিদারুল আলম এমপি, নাহার গ্রুপের এমডি রকিবুর রহমান টুটুল, বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাশ, চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন, সাকি লাইনসের কর্ণধার আনোয়ার শওকত আফসার, এনজেড ফ্যাশনসের জাহেদুল হক, মাজহারুল ইসলাম চৌধুরী, আরিফ ইফতেখার ও সারোয়ার হাসান জামিল।এসআই/এআরএস

Advertisement