খেলাধুলা

‘মেসির যুগে জন্ম নিয়ে দুর্ভাগা নেইমার’

গত কয়েক বছরে বিশ্ব ফুটবলে বড় বিতর্ক কে সেরা? লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? সেই বিতর্কে কিছুটা পরিবর্তন এসেছে। এখন প্রশ্ন, কে সেরা মেসি, নাকি নেইমার? রোনালদিনহো আর্জেন্টিনা অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন। তার প্রশংসা পেয়েছেন নেইমারও। ব্রাজিলিয়ান কিংবদন্তী মনে করেন, বর্তমান সময়ের সেরা ফুটবলার মেসি। তাই মেসির যুগে জন্ম নিয়ে দুর্ভাগা নেইমার। মেসিকে নিয়ে রোনালদিনহো বলেন, ‘মেসির মতো এক নম্বর জায়গাটা ধরে রাখাটা কঠিনই বটে। মেসি বলেই সম্ভব হয়েছে। মেসি মানেই তো বিস্ময়। প্রত্যেক যুগেই সেরা খেলোয়াড় থাকে। সময়ের সেরা তো একজনই। লিও এখনো বিশ্বসেরা।’স্বদেশী নেইমারের মাঝেও ‘মেসি’ হওয়ার সম্ভাবনা দেখছেন রোনালদিনহো। পেশাদার ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় বলে দেয়া ব্রাজিলিয়ান কিংবদন্তী বলেন, ‘আমি মনে করি, নেইমারও একদিন মেসির পর্যায়ে পৌঁছাবে। সময়ের পরিক্রমায় সে সেরা হতে চলেছে। নেইমার এখনো তরুণ। এর মধ্যেই অনেক কিছু জিতেছে। অনেকের মতোই নেইমার দুর্ভাগা এজন্য যে সে মেসির যুগে জন্ম নিয়েছে। তবে প্রত্যেকেরই সময় আসে। গারিঞ্চা, ম্যারাডোনাদের যেমন সময় ছিল, মেসিরও সময় এখন। আমার যুগে যেমন আমি সেরা ছিলাম।’এনইউ/আরআইপি

Advertisement