আন্তর্জাতিক

কাশ্মিরে সংঘর্ষে নিহত ২

দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর পেলেট গানের গুলিতে একজনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে কাশ্মিরের সোপিয়ানে আরো একজন নিহত হয়েছে। শনিবার সকালের দিকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে সংর্ঘষে এ প্রাণহানি ঘটেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, শনিবার সকালে অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে ২৩ বছর বয়সী ইয়ার ভাট নামে এক তরুণের প্রাণহানি ঘটে। এ ছাড়া সোপিয়ানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পেলেট গান থেকে গুলি নিক্ষেপ করে নিরাপত্তাবাহিনী। এ সময় এক তরুণ নিহত হয়। এদিকে, কাশ্মিরের বুদগাম জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে। গত ৯ জুলাই হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত হয়ে উঠে কাশ্মির। সর্বশেষ এ প্রাণহানির ঘটনাসহ কাশ্মিরে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জনের দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো অন্তত ১০ হাজার। দুই মাসেরও বেশি সময় ধরে কাশ্মিরের বেশ কিছু এলাকায় কারফিউ অব্যাহত ও অনেক স্কুল, কলেজ বন্ধ রয়েছে। এসআইএস/আরআইপি

Advertisement