জাতীয়

স্থানীয় সরকার দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে : সুজন

স্থানীয় সরকারকে দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে সংগঠনটি। সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এসময় লিখিত বক্তব্যে পাঠ করেন। কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদও এসময়  উপস্থিত ছিলেন। ড. বদিউল আলম মজুমদার বলেন, জেলা পরিষদের নতুন আইন অনুসারে জাতীয় পর্যায়ে নির্বাচিত সরকারের পাশাপাশি জেলায় নির্বাচিত জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং শহরে নির্বাচিত সিটি কর্পোরেশন ও পৌরসভা নিজ নিজ এলাকার শাসন কার্য পরিচালনা করবে। কিন্তু অল্প সংখক নির্বাচকমণ্ডলীর ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা জেলা পরিষদ নির্বাচিত হলে তাকে গণতান্ত্রিক বলা দুরহ হবে। সৈয়দ আবুল মকসুদ বলেন, আমরা এমন জেলা পরিষদ চাই যেথানে জনগণের ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়। বর্তমানে যে ধরনের আইন তৈরি হচ্ছে তা গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তিনি বলেন, সবাই স্থানীয় সরকারকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। আমরা জনগণের ক্ষমতায়নের পরিবর্তে সরকারি দলের ক্ষমতায়ন চাই না। তবে যে আইন করা হচ্ছে এতে জনগণের কোনো উপকার হবে না।ড. তোফায়েল আহমেদ বলেন, নতুন আইন অধ্যাদেশ তৈরির আগে আরো যাচাই-বাছাই করা প্রয়োজন। কারণ স্থানীয় সরকার শক্তিশালী করা জরুরি। এমএ/এসএইচএস/আরআইপি

Advertisement