বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গাটা ও সাকিব আল হাসানের মধ্যে চলছে ইঁদুর দৌড়; এই আসে, এই যায়! কখনো তিন ফরম্যাটেই নম্বর ওয়ান অলরাউন্ডার বাংলাদেশি এই ক্রিকেটার। কখনো বা ওয়ানডে সেই জায়গা হারান, কখনো টি-টোয়েন্টি কিংবা টেস্টে। এবার টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গাটা হারালেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের কাছে। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অবশ্য অলরাউন্ড পারফর্ম দেখাতে পারেননি ম্যাক্সওয়েল। বল হাতে নিতে পারেননি একটি উইকেটই। তবে ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। দুই ম্যাচে করেছেন ২২১ রান। প্রথম ম্যাচে ৬৫ বলে করেছেন ১৪৫* রান, আর দ্বিতীয় ম্যাচে ২৯ বলে ৬৬। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সিরিজসেরার পুরস্কারও জিতে নেন অসি এই অলরাউন্ডার।বল হাতে উইকেট নিতে না পারলেও ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে কয়েক ধাপ এগিয়ে এসেছেন ম্যাক্সওয়েল। বর্তমানে রয়েছেন তৃতীয় স্থানে। তবে বোলারদের র্যাংকিয়ে সেরা দশে নেই তিনি। আর সাকিব নেই ব্যাটসম্যান ও বোলারদের র্যাংকিংয়ের সেরা দশের কোনোটিতেই। ৩৮৮ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় সবার ওপরে ম্যাক্সওয়েল। সাকিবের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারের পুঁজি ৩৪৬ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা শহীদ খান আফ্রিদির সংগ্রহ ৩১৯।এনইউ/আরআইপি
Advertisement