দেশজুড়ে

রাজা ও বাদশার দাম ২০ লাখ

নারায়ণগঞ্জের ফতুল্লার ঐতিহ্যবাহী ডিআইটি কোরবানির পশুর হাটে একটি গরুর দাম ১০ লাখ টাকা উঠেছে। বাজারের সেরা দুটি গরুর নাম দেয়া হয়েছে রাজা-বাদশা। প্রতিটি গরুর দাম ১০ লাখ টাকা করে।শনিবার বেলা সাড়ে ১১টায় ফতুল্লার ডিআইটি মাঠে সরেজমিনে গিয়ে পাবনার গরু বেপারী হাজি মাহাবুবের সঙ্গে আলাপকালে এমন তথ্য পাওয়া যায়।বেপারী হাজি মাহাবুব জাগো নিউজকে জানান, তার নিজস্ব গরুর ফার্ম রয়েছে। প্রতি বছরের মতো এবারও তার ফার্মে গরু লালন পালন করা হয়েছে। একটু লাভের আশায় পাবনা থেকে ফতুল্লার গরুর হাটে রাজা-বাদশাসহ ১৫টি গরু নিয়ে এসেছেন। ভালো দাম পাওয়া গেলে গরুগুলো অল্প সময়ের মধ্যে বিক্রি করে বাড়ি যেতে চান তিনি।ফতুল্লার গরুর হাট পরিচালনা কমিটির সদস্য ও ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরীফুল হক জানান, গরুর বেপারীদের নিরাপত্তাসহ গরু বিক্রির টাকা বাড়ি নিয়ে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জাগো নিউজকে জানান, ফতুল্লার প্রতিটি গরুর হাটে বেপারীদের নিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি হাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শাহাদাত হোসেন/এসএস/এমএস

Advertisement