আন্তর্জাতিক

মক্কা-মদীনায় মেয়াদোত্তীর্ণ আরো ৬০ হাজার পণ্য জব্দ

মক্কা, মদীনা ও তায়েফ থেকে প্রায় ৬০ হাজার মেয়াদোত্তীর্ণ পন্যদ্রব্য জব্দ করা হয়েছে। হজের সময় এসব মেয়াদোত্তীর্ণ এবং ভেজাল পণ্যদ্রব্য হজযাত্রীদের কাছে বিক্রির চেষ্টা চলছিল। খবর আরব নিউজের। বিভিন্ন খাবার সামগ্রী, ডিটারজেন্ট, শ্যাম্পুসহ আরো বেশ কিছু ভেজাল ও মেয়াদোত্তীর্ন পণ্য জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, হাজীদের মানসম্পন্ন এবং নির্ভেজাল পণ্য সামগ্রী সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে একটি ভেজাল বিরোধী অভিযান পরিচালনার সময় ওই ভেজাল পণ্যগুলো জব্দ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয় থেকে জানানো হয়েছে, যেসব খাদ্য সামগ্রী মজুদ করে রাখা হয়েছিল সেগুলো মক্কার স্বাস্থ্য বিধি লঙ্ঘন করেছে। মক্কায় প্রায় ১ হাজার ৬২ ধরনের পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ৬৬ ধরনের পন্যই ভেজাল। এগুলো বিভিন্ন উন্নত ব্র্যান্ডের পণ্য। এছাড়া আরো ৯৯৬ ধরনের খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে। এগুলোও ভেজাল পণ্য। তায়েফে মেয়াদোত্তীর্ণ ৪৪ হাজার শ্যাম্পুর প্যাকেট জব্দ করা হয়েছে। এছাড়া কাপড় ধোয়ার ২ হাজার গুড়া সাবান জব্দ করা হয়েছে। এগুলোও মেয়াদোত্তীর্ণ। এদিকে, মদীনায় শ্যাম্পু এবং মুখের ক্রিমসহ ১৫ হাজার পণ্য জব্দ করা হয়েছে। এসব ভেজাল দ্রব্য সরবরাহের অভিযোগে একটি গুদাম বন্ধ করে দেয়া হয়েছে। এ সপ্তাহের শুরুতে ১ লাখ ৪০ হাজার মেয়াদোত্তীর্ন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে শিশুদের ৩ হাজার গুড়া দুধের আইটেমও ছিল। এগুলো হজের সময় মক্কার বিভিন্ন দোকানে সরবরাহের জন্য গুদামে সংরক্ষণ করা হয়েছিল। টিটিএন/এমএস

Advertisement