বিশেষ প্রতিবেদন

৩৭ বছর পর বাড়লো শিশুপার্কের টিকিটের দাম

রাজধানীর মিরপুরের বাসিন্দা আতাহার আলী। ছেলের ঘরের নাতিকে নিয়ে শুক্রবার এসেছিলেন শাহবাগের কেন্দ্রীয় শহীদ জিয়া শিশুপার্কে। পার্কের ভেতর প্রবেশ টিকিট কিনতে গিয়ে জানতে পারেন শিশুপার্কে প্রবেশ ও খেলনায় চড়ার দুটোরই দাম বেড়েছে। কর্তব্যরত টিকিট বিক্রেতা জানালেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রবেশ মূল্যে ৮ টাকা ও খেলনা চড়ার টিকিটের দাম ৬ টাকা থাকলেও জুন মাস থেকে প্রবেশ মূল্য ১৫ টাকা ও রাইড প্রতি টিকিটের দাম ১০ টাকা করা হয়েছে। আতাহার আলী সানন্দেই টিকিট কিনে ভেতরে প্রবেশ করে নাতির জন্য দেড়শ টাকায় ১৫টি টিকিট কাটলেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আতাহার আলী বলেন, তিন পুরুষ ধরে (তিনি নিজে, ছেলে ও নাতি) এই শিশুপার্কে আসছেন। সেই যে ৮ টাকা ও ৬ টাকায় শিশুপার্কে প্রবেশ ও খেলনা চড়ার টিকিটের দাম শুনে এসেছেন তিন যুগ পরেও একই দাম শুনে আসছেন। তিনি বলেন, দেশের মানুষের আয় রোজগার বেড়েছে, সেই সাথে পাল্লা দিয়ে জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে কিন্তু সেই তুলনায় গত ৩৭ বছরে বাড়েনি দেশের প্রথম শিশু বিনোদন কেন্দ্র শিশুপার্কের। বিশ্বের আর কোন দেশে এতো সস্তায় শিশুদের বিনোদনের সুযোগ নেই বলে তার ধারণা। শিশুপার্কের এক টিকিট বিক্রেতা জানান, জুন মাস থেকে টিকিটের দাম বাড়লেও এখনও নতুন দামের টিকিট ছাপা শুরু হয়নি। আগাম লাখ লাখ টিকিট ছাপায় ২০১৭ সালের আগে নতুন টিকিট ছাপা সম্ভব হবে না। তাই পুরনো টিকিটের ওপর সিল মেরে নতুন দাম ১৫ টাকা ও ১০ টাকা লিখে দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৯ সালে প্রায় ১৫ একর জমির ওপর শিশুপার্ক প্রতিষ্ঠিত হয়। টয় ট্রেনসহ ডজনখানেক খেলনা রয়েছে। বিমান বাহিনীর একটি ফাইটার জেটও রয়েছে। রোববার ছুটির দিন ছাড়া সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত) বিকেল ৩টা থেকে রাত ৮টা এবং (অক্টোবর থেকে মার্চ) পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ৭টা পর্যন্ত এবং শুক্রবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে। বুধবার শিশুপার্ক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে চড়ার ব্যবস্থা থাকে।এমইউ/এএ/এআরএস

Advertisement