স্পেনের উত্তরাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় গালিছিয়া প্রদেশের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজন হতাহত হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। হতাহতদের মধ্যে ট্রেন চালকও ছিলেন। তিনি পর্তুগিজ নাগরিক। স্থানীয় সংবাদমাধ্যম লা ভোজ ডি গালিসিয়া জানিয়েছে, গালিসিয়া প্রদেশে ওঁ পোরিনোর একটি ব্রিজের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ওঁ পোরিনোর মেয়র জানিয়েছেন, কমপক্ষে ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। টিটিএন/এমএস
Advertisement