অর্থনীতি

প্রবৃদ্ধি অর্জনে বিশ্বের ২য় স্থানে বাংলাদেশ

২০১৯ সাল নাগাদ সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জকারী দেশের তালিকায় ২য় স্থানে থাকবে বাংলাদেশ। ২০১৯ সাল নাগাদ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ। এসময় ৯ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে শীর্ষে থাকবে ইরাক। বাংলাদেশের পরে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে ভারত।বুধবার সিএনএন মানির ফেসবুক পেজে ‘ওয়ার্ল্ড’স লার্জেস্ট ইকোনমিস’ এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে। সাইটটির অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের একটি ইতিবাচক তথ্য ছবিসহ শেয়ার করা হয়েছে।পূর্বাভাসে সিএনএন মানি বলছে, ২০১৯ সাল নাগাদ সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে যেসব দেশের মধ্যে ২য় অবস্থানে থাকবে বাংলাদেশ। ২০১৯ সাল নাগাদ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ। এসময় ৯ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে শীর্ষে থাকবে ইরাক। বাংলাদেশের পরে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে ভারত। ভারতের পরের ২টি স্থান থাকবে অ্যাঙ্গোলা ও নাইজেরিয়ার।১ হাজার কোটি মার্কিন ডলারের বেশি অর্থনীতি দাঁড়াবে যেসব দেশগুলোতে, তা নিয়ে সম্প্রতি একটি টাইমলাইন প্রকাশ করেছে সিএনএন মানি।২০১৯ সালে বিশ্বে সবচেয়ে বড় অর্থনীতির ৫ দেশ হবে যথাক্রমে যুক্তরাষ্ট্র , চীন, জাপান, জার্মানি ও যুক্তরাজ্য। ভারত হবে ৭ম বৃহওম অর্থনীতির দেশ।এসআই/এমএএস/আরআই

Advertisement