বিশেষ প্রতিবেদন

দর্শনার্থীতে নির্ঘুম কোরবানি পশুর হাট

কোরবানি উপলক্ষে গরুর হাট যেন নির্ঘুম। মধ্যরাতেও থেমে নেই বিকিকিনি থেকে শুরু অন্যান্য সব কাজ। তবে গরুর হাটে ক্রেতার চেয়ে দর্শনার্থীই বেশি। দরদাম যাচাই ও কোরবানির পশু সম্পর্কে ধারণা নিতেই হাটে এসেছেন অনেকে। অন্যদিকে যাদের বাসাবাড়িতে গরু রাখার জায়গা আছে, তাদের কোরবানির পশুটি কিনে নিয়ে যেতে দেখা গেছে।মিরপুর -১২ নম্বরের ইস্টার্ন হাউজিংয়ের আলোকদী গ্রামে গত কয়েক বছর থেকেই কোরবানি উপলক্ষে বিশাল হাট বসে। বৃহস্পতিবার রাত ১২টায় ওই হাটে গিয়ে দেখা যায়, প্রচুর লোকের সমাগম। দেখে বোঝার উপায় নেই এটা মধ্যরাত। অনেকেই গরুর দাম জিজ্ঞাসা করছেন। বিক্রেতারাও সেসব পশুর দাম বলছেন হাসিমুখে।এ বিষয়ে মিরপুর থেকে আগত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান বলেন, দিনে অফিস ও অন্যান্য কাজ থাকায় হাটে আসা সম্ভব ছিল না। এ জন্য রাতের বেলা এসেছি। এখন গরু কিনবো না, কিন্তু বাজারে এসেছি দাম যাচাই করতে। এরপর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবো।তিনি বলেন, এখন বাজারে একটু বেশি দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। বাজারে প্রচুর গরু উঠেছে- দু`একদিনের মধ্যে দাম একটু সহনীয় পর্যায়ে চলে আসতে পারে বলে আশাবাদী তিনি।বাজার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে ট্রাকে গরু আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করার মতো। এছাড়া বাজারটিতে বিভিন্ন দোকানও দারুণ সরগরম। ছোট থেকে বড় গরু থরে থরে সাজানো রয়েছে। পর্যাপ্ত ছাগলও উঠেছে। সে তুলনায় বিক্রি শুরু হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে অনেকে দামদর মিলে গেলে গরু কিনে নিয়ে যাচ্ছেন।ছোট সাইজের একটু গরু কিনে নিয়ে যাচ্ছেন সফিক নামের একজন। তিনি জানান, গরুটি ৩৬ হাজার টাকায় কিনেছি। বাসায় গরু রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। এজন্য খড়, ঘাসসহ গরুর কিছু খাবারও কিনে নিয়েছি। ছোট সাইজের গরুর দাম তুলনামূলক একটু বেশি। তারপরও বাজেটের বাইরে যাওয়ার সুয়োগ কম, তাই কিনে নিলাম।গরু ব্যবসায়ী আইউব আলী বলেন, ৩৫ হাজার টাকা শুরু করে চার লাখ টাকা পর্যন্ত মূল্যের গরু রয়েছে। সঙ্গে ছোটবড় সাইজের ছাগলও উঠেছে। শুক্রবার থেকেই বাজার জমে উঠবে বলে আশাবাদী আমরা।দর্শনার্থী শেখ নজরুল ইসলাম জানান, এবার গ্রামের বাড়ি যাবো না। এ জন্য শহরের বাড়িতে একটি ছাগল কোরবানি দিতে চাই। এখানে বড় সাইজের একটি ছাগলের দাম ৮৫ হাজার টাকা পর্যন্ত চাচ্ছেন ব্যবসায়ীরা। যা অনেক বেশি।তিনি বলছেন, এখন কেউ সহজে পশু ছাড়তে যাচ্ছে না, এজন্য দাম একটু বেশি। আশা করি দাম আরো কমে আসবে।এমএ/বিএ

Advertisement