খেলাধুলা

‘রাশিয়া বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল’

রিও অলিম্পিকই বদলে দিয়েছে ব্রাজিলকে। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এই আসরে প্রথমবারের মতো সোনা জিতেছে সেলেকাওরা। এখন তাদের চোখ ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে। সবশেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে রাশিয়া বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল। এমনটাই মনে করেন ডগলাস কস্তা।বায়ার্ন মিউনিখের তারকা উইঙ্গার কস্তা বলেন, ‘ব্রাজিলের হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই (২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে)। এর জন্য যা থাকা দরকার, তা আমাদের আছে। নেইমার এবং (ফিলিপে) কুটিনহোর মতো মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে আমাদের দলে। নতুন কোচও অনেক ভালো। যদি আমরা এক দল হিসেবে নিজেদের গড়তে পারি, তাহলে আমরা ফেবারিটদের মধ্যে থাকব। রাশিয়া বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল।’গত বিশ্বকাপ ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের। বড় আশা নিয়ে খেলতে নামলেও আশাহত করেছিলেন খেলোয়াড়রা। এমনকি শতাব্দীর সবচেয়ে বড় লজ্জাটাই সঙ্গী হয়েছিল তাদের। সেমিফাইনালে তারা জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। আগামী বিশ্বকাপে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে সেই হতাশা দূর করতে চাইবেন নেইমাররা।এনইউ/এবিএস

Advertisement