কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশ টেকনাফের একটি বাজারে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে। আটকৃতরা হচ্ছে-টেকনাফ গুচ্ছ গ্রাম এলাকার সব্বির আহাম্মদের ছেলে নজরুল ইসলাম (২০) ও পৌরসভা দক্ষিণ জালিয়া পাড়া এলাকার মৃত আব্দুল আহাদের ছেলে মাহমুদুল আলম (৪০)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ইয়াবাসহ সাইফুল ইসলাম (২২) নামক আরেক যুবককে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হোয়াইক্যং বিওপি চৌকির হাবিলদার শ্রী দুলাল চন্দ্র রায়ের নেতৃত্বে জওয়ানরা চেকপোস্টে গাড়ী তল্লাশি চালিয়ে ৯৮৯ পিস ইয়াবাসহ তাকে আটক করে।এআরএস
Advertisement