খেলাধুলা

ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় বলছেন রোনালদিনহো

২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক তিনি। জাতীয় দলের মাঝমাঠের ভরসা ছিলেন তিনি। ক্লাব ফুটবলেও আলো ছড়িয়েছেন এই ব্রাজিলিয়ান। খাদের কিনারে থাকা বার্সেলোনাকে তো বদলে দিয়েছিলেন! কাতালান ক্লাবটির কিংবদন্তী ফুটবলারদেরই একজন তিনি। সেই রোনালদিনহো পেশাদার ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলছেন। বেশি হলে আরো এক বছর খেলা চালিয়ে যেতে পারেন।বয়স ৩৬ বয়সী রোনালদিনহো সবশেষ খেলেছেন ফ্লুমিনেষ্ণের হয়ে, ২০১৫ থেকে। বয়সে বুড়িয়ে যাওয়ায় খেলাটা চালিয়ে যেতে চাননি তিনি। তাই সব ধরনের পেশাদার ফুটবল থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। এরপর অবশ্য ফুটবলের সঙ্গেই থাকবেন। তাও আবার তার পুরানো ক্লাব বার্সায়ই। উত্তর আমেরিকায় নিজেদের প্রচারণার কাজে রোনালদিনহোকে চাইছে কাতালান ক্লাবটি।রোনালদিনহো বলেন, ‘আমার বয়স ৩৬ বছর। আমি বয়সে বুড়িয়ে গেছি। আমি এখন আর ২৬ বছর বয়সীদের মতো খেলতে পারি না। কীভাবে শেষটা টেনে দেওয়া যায় ভাবছি। তবে আগামী এক বছরের মতো খেলার ইচ্ছা আছে।’এ পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচ খেলেছেন রোনালদিনহো। মাঝমাঠের দায়িত্ব পালনের পাশাপাশি ৩৩টি গোলও করেছেন তিনি। বার্সেলোনার হয়ে খেলেছেন ১৪৭ ম্যাচ। কাতালান ক্লাবটির হয়ে নামের পাশে যোগ করেছেন ৭০ গোল। এসি মিলানের হয়ে ৭৬ ম্যাচ খেলে লক্ষ্যভেদ করেছেন ২০ বার। এনইউ/পিআর

Advertisement