যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘জাতিসংঘ ও অঙ্গসংগঠন’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-১. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের কার্যক্রম শুরু হয় কবে?উত্তর : ৩ এপ্রিল ১৯৪৬ থেকে। ২. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের বিচারপতি কতজন?উত্তর : ১৫ জন। ৩. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের কার্যক্রম কীসের আওতায় পরিচালিত?উত্তর : জাতিসংঘের।৪. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের বিচারকদের কার্যকাল কত বছর?উত্তর : ৯ বছর।৫. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতে একটি দেশ থেকে কতজন বিচারক নিযুক্ত হতে পারে? উত্তর : একজন।৬. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতি কে?উত্তর : রোজালিন হিগিন্স।৭. প্রশ্ন : রোজালিন হিগিন্স কোন দেশের নাগরিক ছিলেন?উত্তর : ব্রিটেন।৮. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত?উত্তর : ৩ বছর। ৯. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের প্রধান সদর দফতর কোথায়?উত্তর : নেদারল্যান্ডের দ্যা হেগে।১০. প্রশ্ন : জাতিসংঘের সব প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কী?উত্তর : সচিবালয়।১১. প্রশ্ন : জাতিসংঘের মহাসচিব নিযুক্তির উপায় কী?উত্তর : পরিষদের দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হন। ১২. প্রশ্ন : জাতিসংঘের মহাসচিব কত বছরের জন্য নির্বাচিত হন?উত্তর : ৫ বছর।১৩. প্রশ্ন : জাতিসংঘ সচিবালয়ের ইউরোপীয় সদর দফতর কোথায়?উত্তর : জেনেভা।১৪. প্রশ্ন : জাতিসংঘ সচিবালয় কোথায় অবস্থিত?উত্তর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ১৫. প্রশ্ন : জাতিসংঘ সচিবালয়ের প্রধানের উপাধি কী?উত্তর : সেক্রেটারি জেনারেল বা মহাসচিব।১৬. প্রশ্ন : জাতিসংঘ সচিবালয়ের দফতর কয়টি?উত্তর : ৮টি। ১৭. প্রশ্ন : জাতিসংঘের প্রথম উপ-মহাসচিব হিসেবে নির্বাচিত হন কে? উত্তর : কানাডার লুইফ্রেসেট।১৮. প্রশ্ন : জাতিসংঘের প্রথম উপ-মহাসিচব কবে নির্বাচিত হন?উত্তর : ১৯৮৮ সালের ১২ জানুয়ারি।১৯. প্রশ্ন : জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?উত্তর : কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন।২০. প্রশ্ন : বান কি মুন কবে প্রথম শপথ গ্রহণ করেন?উত্তর : ১৫ ডিসেম্বর ২০০৬।এসইউ/পিআর
Advertisement