দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময়.কম পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ফরিদুল মোস্তফা খানকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজি মামলার পরোয়ানা মূলে মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার টিঅ্যান্ডটি রোড ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাত ঘরিয়াপাড়ার মৃত ইসহাক খানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের শেষের দিকে সাংবাদিক পরিচয় দিয়ে টেকনাফে থানার মেস পরিচালনাকারী মো. মামুন হোসেনের কাছ থেকে মুঠোফোনে মাসিক ৮-১০ হাজার টাকা চাঁদা দাবি করেন ফরিদুল মোস্তফা। তার দাবিকৃত টাকা না দিলে পত্রিকায় সংবাদ প্রকাশ করার হুমকি দেন তিনি। বার বার একই কথা বলে ফোন করা হলে মেস পরিচালনাকারী মামুন তার কথাগুলো মোবাইলে রেকর্ড করেন। এরপর নিজে বাদী হয়ে টেকনাফ থানায় একটি চাদাঁবাজির মামলা দায়ের করেন (মামলা নং ২২/১৫ইং)। মামলাটি এসআই আরিফুল ইসলাম তদন্ত করেন। সাক্ষ্য ও মোবাইলে রেকর্ড করা কথা অডিও পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি (যার নং-৬৬/১৬ ইং)। এরপরও অভিযুক্ত ফরিদুল মোস্তফা আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এ পরোয়ানার ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের এএসআই কাজি আবদুল মালেক ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদুল মোস্তফাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি
Advertisement